December 11, 2024

পদযাত্রার মধ্য দিয়ে প্রচার শুরু মধ্যমগ্রামের ২৪ নং ওয়ার্ড কমিটির

0
Image Editor Output Image155023207 1710926618227
Advertisements

HnExpress ১৮ই মার্চ ইন্দ্রানী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : ২০২৪ এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) দামামা বেজে গেছে। ইলেকশন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সাত দফায় লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হবে আগামী ১৯শে এপ্রিল। নির্বাচন (Election) চলবে ১লা জুন অব্দি, আর ৪ঠা জুন ভোট গণনা। ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে এলাকাবাসীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিভিন্ন দলীয় প্রার্থীদেরই (Candidates) জোরকদমে প্রচার (Campaigning) শুরু।

https://www.facebook.com/share/v/rGiSXw8cTBqhv4hx/?sfnsn=wiwspmo&mibextid=RUbZ1f

প্রতিটা ওয়ার্ডেরই নানান দলের তরফে অলিগলিতে চলছে দেওয়াল লিখনের কাজ। কোথাও শাসকদলের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পের ব্যানার, ফ্লেক্স নিয়ে চলছে পদযাত্রা, তো কোথাও কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্পকে সামনে রেখে চলছে প্রচার (Campaigning)। প্রায় আড়াই মাস ধরে চলবে ২৪-র লোকসভা নির্বাচন (Lok Sabha Polls), ফলে হাতে এখন প্রচুর সময়। তবুও কেউই প্রচারে পিছিয়ে থাকতে রাজি নয় একবারেই।

সম্প্রতি বাংলার বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচেষ্টায় বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের (Lakshmi Bhandar) ৫০০ টাকা বৃদ্ধি হয়ে ১০০০ টাকা করা হয়। আর সেই প্রকল্পের আওতাধীন মহিলাদের সাথে নিয়ে এদিন মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক পথযাত্রার (Padayatra) আয়োজন করা হয়।

মধ্যমগ্রাম ২৪ নং ওয়ার্ড কর্তৃক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আনন্দপদযাত্রা।

যার মধ্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) প্রকল্পাধীন মহিলাদের বর্ধিষ্ণু অর্থপ্রাপ্তির আনন্দের বহিঃপ্রকাশ ও তৎসহ বারাসাত লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা: কাকলি ঘোষদস্তিদারের প্রচার শুরু করলেন ওয়ার্ডের জনপ্রতিনিধি সুতপা ব্যানার্জী, মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জি সহ দলের কর্মী সমর্থক ও ওয়ার্ডের মহিলাবাহিনী। এছাড়াও এদিনের পদযাত্রায় (Padayatra) পা মেলান এলাকার অগুনতি মানুষ।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পাধীন মহিলাবাহিনী।

প্রচারের স্বার্থে নানান ফ্লেক্স, ব্যানার ও সর্বোপরি এলাকার মেয়েদের লক্ষ্মী রূপে সাজিয়ে ঢাক ঢোল বাদ্যি সহযোগে পুরো ওয়ার্ড জুড়ে চলে প্রথম দিনের প্রচারপর্ব। এদিনের মুল কর্মকান্ড নিয়ে কি বললেন পৌরমাতা সুতপা ব্যানার্জী? জানতে হলে চোখ রাখুন এইচ এন এক্সপ্রেস (HN Express) এর ডিজিটাল পেজ ও চ্যানেলের পর্দায়।

Advertisements

Leave a Reply