সন্দেশখালির বিভীষিকা কি ভোটবক্সে প্রভাব ফেলতে পারে? কি বলছে তৃনমুল কংগ্রেস—

0

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : লোকসভা ভোটের (Lok Sabha Polls) নির্ঘন্ট ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের (TMC Candidates) পক্ষে জোরকদমে শুরু ভোট প্রচার (Vote Campaign)। কোথাও দেওয়াল লিখন তো কোথাও শাসকদলের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পে উপকৃত জনসাধারণকে নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে চলছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) প্রচার।

আগামীর ভোটবক্সে সন্দেশখালির প্রভাব নিয়ে কি বললেন মধ্যমগ্রাম Town TMC’র সম্পাদক, দেখুন এক ঝলকে—

উল্টো দিকে প্রচারকার্য হোক বা অপপ্রচার, তাতে পিছিয়ে নেই বিরোধীরাও (opposition)। তবে কে যে আগামীর মসনদে আসীন হবে তা ৪ঠা জুন একমাত্র ভোটবক্সের গণনাই (Counting) বলবে। মোট সাতদফায় প্রায় আড়াই মাস ধরে চলবে ২৪ এর লোকসভা নির্বাচন। ফলে হাতে এখন প্রচুর সময়। তবু কেউই প্রচারে পিছিয়ে থাকতে রাজি নয়। ফলত বারাসাত (Barasat) লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত মধ্যমগ্রামও পিছিয়ে নেই প্রচার কার্যে।

“পর পর চারবার, কাকলি দি ফর এভার” এমনই নানান স্লোগান সহযোগে এদিন এক পদযাত্রার (Padayatra) মধ্য দিয়ে বারাসাত লোকসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা: কাকলি ঘোষদস্তিদারের প্রচার শুরু হয় মধ্যমগ্রামের ২৪ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনা ও জনপ্রতিনিধি সুতপা ব্যানার্জির (Sutapa Banerjee) উদ্যোগে। এদিকে ঠিক ভোটের মুখেই সারা দেশ জুড়ে লাগু হয়েছে সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইন।

যা নিয়ে রীতিমতো উৎতপ্ত সাধারণ মানুষের মন থেকে শাসকদল ও বিরোধী মহল সর্বত্রই। এদিনের র‍্যালিতে (Rally) উপস্থিত মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম ব্যানার্জি (Gautam Banerjee) আগামীর ভোটবক্সে সন্দেশখালিতে ঘটে যাওয়া পরিস্থিতির কু-প্রভাব ও সিএএ নিয়ে কি বললেন? জানতে হলে চোখ রাখুন এইচ এন এক্সপ্রেসের (HN Express) ডিজিটাল পেজ ও চ্যানেলের পর্দায়

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply