September 12, 2024

বারুইপুর হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা

0
Advertisements

HnExpress বাবলু প্রামাণিক, বারুইপুর : বন্ধ আউটডোর৷ ভোর পাঁচটা থেকে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন আজ৷ প্রতিদিনের নিয়ম মাফিক সকাল ৯টা থেকে আউটডোরের টিকিটও দেওয়া হয়৷

For further details or any queries Plz contact Us.

আর সেইমত চিকিৎসা করাতে আসা সমস্ত রুগীরাই ২টাকা দিয়ে সেই টিকিটও কাটেন৷ কিন্তু তারপর আউটডোরে চিকিৎসার জন্য লাইন দিলেও ডাক্তারদের দেখা পাওয়া যায়নি আজ৷ আদৌ চিকিৎসা হবে কিনা সেই সংশয় নিয়েই এখনও অপেক্ষায় রুগীরা৷

If U like publish any type of Advertisements, Plz contact us.

অন্যদিকে হাসপাতালের সুপার অচিন্ত্য গায়েন সংবাদ মাধ্যমকে জানান, আজ থেকে প্রতিকী ধর্মঘট চলছে৷ তবে পরিষেবা চালু রয়েছে৷ আর ইমার্জেন্সি তো পুরোপুরি চালু আছে বলেই জানান তিনি৷

Advertisements

Leave a Reply