November 13, 2024

মাধ্যমিক পরীক্ষার আজ দ্বিতীয় দিন, তারই মাঝে কর্তব্যরত পুলিশ অফিসারদের মানবিকতা আবার নজীর গড়ল

0
Advertisements

HnExpress ১৯শে ফেব্রুয়ারী, নিজস্ব প্রতিনিধি, বারুইপুর ঃ আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, পরিক্ষা শুরু হতে আর ঘন্টাখানেকও বাকি নেই৷ স্কুলগুলির সামনে ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক মহম্মদ কুতুবুদ্দিন৷ তারই মাঝে কর্তব্যরত পুলিশ অফিসারদের মানবিকতা আবার নজীর গড়ল। আজ হরিমতি গার্লস স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় ডিএসপি ট্রাফিক মহম্মদের হঠাৎ নজরে আসে একটি মেয়ে খুব কাঁদছে৷

জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন যে, সে অ্যাডমিট আনতে পারেনি৷ আসলে স্কুলে টাকা দিয়ে অ্যাডমিটটাই সে তুলতে পারেনি৷ সাথে সাথেই সোনারপুর ট্রাফিক গার্ডের কনস্টেবল রতন বিশ্বাসকে তিনি নির্দেশ দেন তড়িঘড়ি মেয়েটির অ্যাডমিটের ব্যবস্থা করতে৷

বাইকে করে নিজের পকেট থেকে টাকা দিয়ে স্কুল থেকে অ্যাডমিট তুলে এনে দেন গড়িয়ার বালিয়া নফরচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী অর্পিতা হালদারকে৷

আর স্কুল থেকে অ্যাডমিট নিয়ে পুলিশের বাইকে চেপেই পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢোকেন পরীক্ষা শুরুর মিনিট পনের আগে৷ আর আজ অতন্ত্য মানবিক এই কাজ করতে পেরে খুশি পুলিশ প্রশাসন৷

Advertisements

Leave a Reply