November 5, 2024

বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল পরিণত হলো রণক্ষেত্রে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা ঃ চিকিৎসক নিগ্রহকে কেন্দ্র করে সারা জেলা জুড়ে যখন চলছে হাসপাতাল বন্ধের ধর্মঘট, ঠিক তখনই বারুইপুর হাসপাতাল চত্ত্বর চেহারা নিল এক বিরাট রণক্ষেত্রের। আজ বিকেলে এমনই এক নজির বিহীন ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

অভিযোগকারীর বক্তব্য, তার স্ত্রী ভর্তি আছেন বারুইপুর হসপিটালে, আর তাকে দেখতেই গিয়েছিলেন স্বামী ও শাশুড়ি। কিন্তু সেই দেখতে যাওয়ার করুণ পরিনিতি হল সিকিউরিটি গার্ডের হাতে বেধড়ক মার। সুত্রের খবর, রুমা শীল নামে ওই মহিলা দুদিন আগে অসুস্ততা নিয়ে ভর্তি হয় হাসপাতালে। আজ বিকালে তাকে দেখতেই গিয়েছিল তার স্বামী ও শাশুড়ী।

কারণস্বরূপ, মহিলা রুমে জুতো পায়ে দিয়ে স্বামী ও শাশুড়ি ওয়ার্ডে প্রবেশ। আর সেটা দেখতে পেয়েই সিকিউরিটি গার্ড সিঁড়ি দিয়ে হিড়হিড় করে টেনে এনে ঘরের মধ্যে বেধড়ক মারধর করল তাদের, এমনটাই অভিযোগ উঠেছে সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে।

আর এই ঘটনার জেরেই বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্তরে আজ বিকেল বেলায় রণক্ষেত্র চেহারা নিল মারমুখী জনতা। কার্যত এই ঘটনার জেরে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। নিরাপত্তা রক্ষীর সাথেও রোগীর আত্মীয়দের বচসার ও পরে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বারুইপুর থানার বিরাট পুলিশবাহিনী, তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisements

Leave a Reply