ব্যাঙ্ক প্রতারণার শিকার নরেন্দ্রপুরের এক ব্যবসায়ী
HnExpress বাবলু প্রামাণিক ঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর ব্যাংকের প্রতারণার শিকার হল এক ব্যবসায়ী, নাম বাবুলকান্তি দে৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে কার্ড ব্লক করে নতুন ব্লক কার্ড দেওয়ার কথা বলে ওটিপি নিয়ে আর্থিক প্রতারণা৷
For further details or any queries Plz contact Us.
পাঁচবারে মোট ৫৪ হাজার ৯২০ টাকা প্রতারণা করে নেয়৷ ১০ হাজার টাকা করে দুবার, ৭ হাজার ৫০০ টাকা করে দুবার ও লাস্ট বারে ১৯ হাজার ৯২০ টাকা তুলে নেওয়া হয় তাঁর ব্যাঙ্ক এক্যাউন্ট থেকে৷ বাবুল বাবুকে প্রথমে বলা হয় যে তিনি এই টাকার কোনোকিছু কেনাকাটা করতে পারবেন না৷ কিন্তু বারবার অ্যাকাউন্ট থেকে টাকা এইভাবে কেটে যাওয়ায় তার সন্দেহ হয়৷
If U like publish Any type of Advertisements Plz contact Us.
তিনি তখন ব্যাঙ্কে গিয়ে দেখা করার কথা বলেন৷ ব্যাঙ্কে গিয়ে ঐ নাম্বারে ফোন করলে সুইচ অফ বলে৷ বিষয়টি ব্যাঙ্ককে জানালে তার অ্যাকাউন্ট ও কার্ড ব্লক করে দেওয়া হয়৷ তবে এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ ঘটনাটির যথাযথ তদন্ত শুরু করেছে পুলিশ৷