September 10, 2024

দুর্ঘটনায় মৃত্যু হেলমেট বিহীন এক বাইক আরোহী যুবকের

0
Advertisements

HnExpress বাবলু প্রামাণিক, সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের নাটাগাছির ঘটনা৷ মৄত যুবকের নাম সন্দীপন মন্ডল(৩৪)৷ তার বাড়ি সোনারপুরের রাজপুরে৷ কাজ মিটিয়ে বাড়ি ফিরছিল সে৷ সেই সময় দ্রুতগতির একটি বেপরোয়া মিনিডোর গাড়ি মুখোমুখি ধাক্কা মারে৷ ধাক্কার জেরেই রাস্তা থেকে ছিটকে অনেকটা দুরে গিয়ে পড়ে সে৷ আর বাইকটি ভেঙে ছিটকে গিয়ে পরে পাশের এক জলাশয়ে৷

For further details or any queries Plz contact Us.

সুত্রের খবর, ঘটনাস্থলেই মৄত্যু হয় তার৷ খবর পেয়ে গভীর রাতেই সোনারপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আনে৷ এই ঘটনায় এলাকার মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ অন্ধকার নামলেই এমনকি দিনের বেলাতেও অত্যন্ত দ্রুতগতিতে যাতায়াত করে মালবাহী নানান ট্রাক৷ এরফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এলাকায়৷

If U like publish any type of Advertisements Plz contact Us.

বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে তাদের অভিযোগ৷ ঘটনাস্থল থেকে কিছুটা দুরেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক ও খালাসি৷ গাড়িটিকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ৷ চালক ও খালাসির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সুত্রের খবর৷ মৃত দেহের আজ ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে৷

Advertisements

Leave a Reply