প্রয়াত ভারতের তারকা ফুটবলার মহম্মদ হাবিব
HnExpress শিখা দেব, কলকাতা ঃ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের দিনে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের তারকা ফুটবলার (celebrity footballer) মহম্মদ হাবিব। হায়দরাবাদের এই ফুটবলার ষাটের দশকে কলকাতায় খেলতে চলে আসেন।
তিনি বরাবরই যথেষ্ট সুনামের সঙ্গেই খেলেছেন। জাতীয় ফুটবলে বাংলার হয়ে খেলেছেন। খেলেছেন ভারতীয় দলেও। এমনকি ইডেনের (Eden Garden) মাঠেও বিখ্যাত ফুটবলার পেলের বিরুদ্ধেও খেলেছেন। পেয়েছেন অর্জুন পুরস্কার।
জানা যায়, অবসরের পর টাটা ফুটবল অ্যাকাডেমির কোচ হয়েছিলেন। তিনি ইস্টবেঙ্গলের শতবর্ষ অনুষ্ঠানে শেষ বারের মত কলকাতায় এসেছিলেন। দীর্ঘ দিন স্নায়ু রোগে অসুস্থ ছিলেন বলে পরিবার সুত্রের খবর। তাঁর হটাৎ প্রয়ানে (Death) খেলার জগতে গভীর শোকের ছায়া নেমে আসে।