November 2, 2024

এবারে চিটফান্ড কান্ডে গ্রেফতার হালিসহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, হালিসহর ঃ এবারে চিটফান্ড দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা হালিসহর পুরসভার পৌরপ্রধান রাজু সাহানি। শুক্রবার হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।



কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সানমার্গ কো-অপারেটিভ চিটফান্ডকাণ্ড এর জেড়েই রাজুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তৃণমূলের নেতা তথা হালিশহর পুরসভার পুরপ্রধানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা।



জানা গেছে, সেই অভিযানে ওই ফ্ল্যাট থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মেশিন এনে টাকা গোণার কাজ চলছে। এছাড়াও ফ্ল্যাট থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র। এই তল্লাশিতে রাজু সাহানির নামে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে বলে সুত্রের খবর। উদ্ধার হয় লেনদেনের বেশ কিছু নথিপত্র।

Advertisements

Leave a Reply