December 11, 2024

নবান্ন অভিযানে পুলিশ বিজেপির খণ্ডযুদ্ধ

0
Fb Img 1663155362371
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, সাঁতরাগাছি ঃ মঙ্গলবার বিজেপি পরিচালিত নবান্ন ঘেরাও অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাওড়া জেলার সাঁতরাগাছিতে। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে রুখতে চেষ্টা করে পুলিশ প্রশাসন। সুত্রের খবর, নবান্নের দিকে এগিয়ে আসা মিছিল ছত্রভঙ্গ করতে বিজেপি কর্মীদের লক্ষ্য করে জলকামান ছোড়ে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করেও চলে ইট বৃষ্টি।

বাঁশ নিয়ে তাড়া করে পুলিশকে, এমনকি বাঁশ, লাঠি দিয়ে মারধোর করতেও দেখা যায় বিজেপি সমর্থকদের। অন্যদিকে, মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসেরও ব্যবহার করা হয়, লাঠি উঁচিয়ে তেড়েও যায় পুলিশ।উত্তেজনার আঁচ আগে থেকেই অনুমান করা গেছিল। কিন্তু রাতভোর বৃষ্টি, আর সকালেও মেঘলা আকাশ দেখে বিক্ষোভ আন্দোলনে কর্মী-সমর্থকরা কতটা যোগ দিতে পারবেন, তা নিয়ে দলের একাংশ বেশ ধন্দেই ছিল।

দেখুন এক নজরে HN Express এর ক্যামেরায়—



যদিও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল অন্য চেহারা নেয়। আর নবান্নমুখী সেই মিছিল আটকাতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতির মোকাবিলায় ত্রিস্তরীয় ব্যারিকেডও গড়ে তোলা হয়। বিভিন্ন প্রান্তে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা সত্ত্বেও সকাল থেকেই জোরকদমে এগিয়ে ছিল বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই এক রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে।

সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোরও চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। পাল্টা জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।



Advertisements

Leave a Reply