September 8, 2024

ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর খুলল প্রায় ৬ দিন পর

0
Advertisements

HnExpress বাংলাদেশ প্রতিনিধি, ব্রাহ্মণ বাড়িয়া : টানা ছ’দিন পর সচল হলো আখাউড়া স্থলবন্দর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ থাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল, মানে সোমবার (১০ই জুন) সকাল থেকে ব্যবসায়ীরা পুনরায় পণ্য রপ্তানি শুরু করেছেন বলে সুত্রের খবর।

If U like publish any type of Advertisements, Plz contact Us.

সুত্র অনুযায়ী জানা যায়, ঈদকে সামনে রেখেই গত ৪ জুন মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯ জুন রোববার পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ- ভারতের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিলো স্বাভাবিকই।

For further details or any queries Plz contact Us.

এদিন আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদে্র ছুটি শেষে সোমবার থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এতে আবারও স্থানীয় শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বহু নানাবিধ পণ্য রপ্তানি করা হয়ে থাকে।

Advertisements

Leave a Reply