বিয়ের আগে বাধ্যতামূলক পাত্র পাত্রীর রক্ত পরীক্ষা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
HnExpress বিশেষ প্রতিবেদন, বাংলাদেশ প্রতিনিধি ঃ বিয়ের আগেই পাত্র পাত্রীর রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা হল। জানিয়েছেন বাংলাদেশ এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বললেন, ‘উন্নত বিশ্বের দেশসমূহে থ্যালাসেমিয়া নির্মূল হয়েছে। বিয়ের পূর্বে এই রক্ত পরীক্ষার ম্যাধ্যমে তারা সেই সফলতা পেয়েছে। তাই আমাদের দেশেও বিয়ের পূর্বেই বাধ্যতামূলক ভাবে রক্ত পরীক্ষা করতে হবে।
If U like publish any type of Advertisements, Plz contact Us.
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।’ গত বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে থ্যালাসিমিয়া ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। এদিন বাংলাদেশের থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. সৈয়দা মাসুমা রহমানের এই সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
For further details or any queries Plz contact Us.
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বললেন, ‘থ্যালাসেমিয়া রোগীদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশেষভাবে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এবিষয়ে আগামী বাজেটে থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে।’ তিনি আরও বললেন, ‘থ্যালাসেমিয়া একটি ভয়াবহ রোগ। দেশের প্রায় ১ কোটি ১০ লক্ষ মানুষ এই রোগের বাহক। আর থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্ত রোগীরা অর্থের অভাবে ঠিকমত চিকিৎসার ব্যয় বহন করতে পারে না।’
উল্লেখ্য, বর্তমানে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৬০ হাজার। আর তার পরিসংখ্যানে দেখা গেছে, দেশে প্রতি বছর প্রায় সাত হাজার শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়েই জন্মগ্রহণ করে।