হাবরায় ভর সন্ধ্যায় ঘটলো এক দুঃসাহসিক ডাকাতি
HnExpress ৩০শে অরূপ অধিকারী, উত্তর ২৪ পরগনা, হাবরা ঃ মঙ্গলবার হাবরায় ভর সন্ধ্যায় ঘটলো এক দুঃসাহসিক ডাকাতি। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত হাবড়া থানা সংলগ্ন নতুন হাট এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটা নাগাদ তিনটে বাইকে করে ৬ জন দুষ্কৃতী সুবল শিকদার এর বাড়িতে আসে ডাকাতি করার উদ্দেশ্যে। বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের দল দরজা-জানালা বন্ধ করে দেয় এবং পরিবারের লোকেদের অস্ত্র নিয়ে প্রাণ নাশের ভয় দেখায়।
ফলে পরিবারের লোক চুপচাপ থাকায়, ঘরের কয়েকটি আলমারি ভেঙে নগদ কয়েক হাজার টাকা (আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার), এবং বেশকিছু সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সেই গহনার আনুমানিক দাম কয়েক লক্ষ টাকা। তবে পরবর্তীতে চিৎকার চেঁচামেচি করাতে ছুটে আসে স্থানীয়রা, তাঁরাই এসে তড়িঘড়ি খবর দেওয়া হয় হাবরা থানায়।
ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে হাবরা থানার আধিকারিক গৌতম মিত্র সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাবরা থানার বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।