দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর
HnExpress ওয়েদার রিপোর্ট ঃ ঋতু অনুযায়ী মূলত আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। সেই আষাঢ় পেরিয়ে শ্রাবণের মাঝামাঝি, কিন্তু এখনোও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। ধু ধু করছে কাঠফাটা মাঠ-ঘাট, জলের অভাবে মাথায় হাত বাংলার চাষিদের। এরকম একটা পরিস্থিতিতে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে দেখা গিয়েছে একটি গভীর নিম্নচাপ। যার ফলে রবিবার রাত থেকেই সৃষ্টি হয়েছে বর্ষা আবহাওয়া। আর সোমবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া সুত্রে জানানো হয়েছে। কলকাতায় সারাদিন মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার কিছু বেশকিছু অংশে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি কিছুটা বাড়বে বলে জানানো গেছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুই ২৪ পরগণায়।
অন্যদিকে উত্তরবঙ্গে প্রথম থেকেই ভারী বৃষ্টির ফলে বন্যার রূপ নিয়ে ছিল। পাহাড় এলাকায় ধস নেমেছিল। মাঝে বৃষ্টি বন্ধ হওয়ায় বেড়ে ছিল তাপপ্রবাহ। আবারও সেখানে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। রবিবার রাত থেকে আগামী চার দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এছাড়াও কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতেও আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।