September 8, 2024

১৫ লক্ষ টাকা বরাদ্দে কুশিদায় ঢালাই রাস্তার কাজ শুরু, খুশি এলাকাবাসি

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ দীর্ঘ অপেক্ষার পর বাংলা সড়ক যোজনা স্কিমের আওতাধীন প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দে শুক্রবার ফিতা কেটে ২০০ মিটার ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন ও উপ-প্রধান তথা অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম।



উপ-প্রধান মহম্মদ নুর আজম জানান, তুলসীহাটা মস্তান রোড থেকে কুশিদা বাজার পর্যন্ত ইতিমধ্যে ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছে। কুশিদা কৈলাশ নাথ আগরওয়াল এর বাড়ি থেকে বিহার বোর্ডার সংলগ্ন কুশিদা বাঁধ রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার বাইপাস রাস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এতদিন।

আগে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে কাদা হয়ে যেত। নিত্যযাত্রী থেকে শুরু করে সব যানবাহন চালকেরা এতে চরম সমস্যায় পড়ত। মালদা জেলা অন্তর্গত সভাধিপতি এটিএম রফিকুল ইসলামের সহযোগিতায় ও উপ প্রধানের প্রচেষ্টায় এই ঢালাই রাস্তার অনুমোদন পেয়ে খুশি গোটা কুশিদাবাসি।

Advertisements

Leave a Reply