January 23, 2025

চাম্পাহাটি অঞ্চল প্রধানের তত্ত্বাবধানে বেহাল রাস্তার সংস্করণ

0
Advertisements

HnExpress মোমিন আলি লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বারুইপুর থানার চাম্পাহাটি অঞ্চলের খোলাঘাটা ৩৭ ও ৩৮ নম্বর বুথ সংলগ্ন মৌসুমি অধিকারীর বাড়ি থেকে দুলাল অধিকারীর বাড়ি পর্যন্ত প্রায় দীর্ঘ ৫০ ফুট রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল।

যা গ্ৰামের মানুষের চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। এমনই খবর আসে চাম্পাহাটি অঞ্চল প্রধানের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান অসিত বরন মন্ডলের তত্ত্বাবধানে ৫০ ফুট কনক্রিটের ঢালাই রাস্তার সংস্কারকার্য শুরু করা হয়।

সেই সময় উপস্থিত ছিলেন ৩৯ নম্বরে বুথের সদস্য মিঠু কুন্ডু, ৪৩ নম্বর বুথের সদস্য দেবপ্রসাদ জোয়ারদার, ৩৭ নম্বর বুথের যুব সভাপতি বিশ্বজিৎ বৈরাগী এবং খোলাঘাটার সমস্ত গ্ৰামবাসী। গ্রাম প্রধানের এই রকম কর্মউদ্যোগের জন্য গ্ৰামের মানুষজন খুবই আনন্দিত, তাঁরা এর জন্য প্রধানকে সাধুবাদ জানায়।

Advertisements

Leave a Reply