এবারে ইডির থাবায় রাজ্যের খাদ্যমন্ত্রীর ভাঁড়ার, আদৌ কি পেলো ১২ ঘন্টা তল্লাশি করে?
HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : এবারে ইডির থাবায় রাজ্যের খাদ্যমন্ত্রীর ভাঁড়ার। আজ ৫ই অক্টোবর, বৃহস্পতিবার সাত সকালে রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর বা ইডি।মন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে প্রায় ১২ ঘন্টা সময় ধরে চলছে খানাতল্লাশি অভিযান।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। এদিন মন্ত্রীর বাড়িতে খানাতল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় বলেও সূত্রের খবর। জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ আরও ১৩টি জায়গায় চলেছে তল্লাশি।
ইডি সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের খাদ্যমন্ত্রীর। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে হেবিওয়েট নেতা রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন।
আর মূলত সেই কারণেই তাঁর বাড়িতে অতর্কিতে হানা দিয়ে খানাতল্লাশি চালানো হয় বলে প্রাথমিকভাবে জানতে পারা গেছে। আরও জানা গেছে যে, বাড়ির সামনের গেটে তালা লাগিয়ে সারা দিন ধরে চলে জোর তল্লাশি। ওদিকে স্থানীয় মানুষের দাবী, রথীন ঘোষ এর মত মানুষ হয় নাই। অনেকেই তো তাকে ভগবানের সাথেও তুলনা করে।