নিয়োগ দুর্নীতিকান্ডে জড়িত ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রীর বাড়িতে ইডির হানা
HnExpress ২২মার্চ নিজস্ব প্রতিনিধি, বোলপুর : এবারে নিয়োগ দূর্নীতি কান্ডে জড়িত রাজ্যের ক্ষুদ্র এবং কুটিরশিল্প মন্ত্রীর বাড়িতে হানা দিলো ইডি (ED)। শুক্রবার সকাল সকাল তিনটি গাড়ি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চন্দ্রনাথ সিংহের বোলপুরের (Bolpur) নীচুপট্টির বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকের একটি তদন্তকারী দল।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চন্দ্রনাথের বাড়িটি চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটিরশিল্প মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিংহ (Chandranath Singh)। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীনই কেষ্ট ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে।
আর তার পরিপ্রেক্ষিতেই আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যান বলে ইডি (ED) সূত্রে খবর। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথ। তিনি রয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। তবে ইডি (ED) আগমনের খবর পাওয়ার কিছুক্ষণ পর চন্দ্রনাথ মুরারই থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন। বোলপুরের বাড়িতে দুই ছেলেকে নিয়ে তাঁর স্ত্রী রয়েছেন।