পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়, ক’টি রাজ্যে এগিয়ে কারা? দেখে নিন এক নজরে
HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট ঃ পাঁচ রাজ্যের ফলাফল স্বরূপ অদ্ভুত ভাবেই গেরুয়াময় ভারতের মানচিত্র। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্য পেল বিজেপি। উত্তরপ্রদেশ থেকে মণিপুর দেশের সর্বত্রই জয়জয়কার গেরুয়া শিবিরের। কিন্তু বিজেপির এই বিরাট জয়ের পর দেশের রাজনৈতিক মানচিত্রের ছবি ঠিক কেমন? ক’টি রাজ্যে কারা এগিয়ে বিজেপি? দেখে নেওয়া যাক এক নজরে —
উত্তর ২৪ পরগণা জেলা খাদি মেলা ২০২২
জম্মু ও কাশ্মীর : রাষ্ট্রপতি শাসন
হিমাচল প্রদেশ : বিজেপি
পাঞ্জাব : আম আদমি পার্টি
দিল্লি : আম আদমি পার্টি
হরিয়ানা : বিজেপি জোট
উত্তরাখণ্ড : বিজেপি
উত্তরপ্রদেশ : বিজেপি
রাজস্থান : কংগ্রেস
গুজরাট : বিজেপি
মধ্যপ্রদেশ : বিজেপি
বিহার : বিজেপি জোট (বিজেপি + জেডিইউ + ভিআইপি + হাম)
ঝাড়খণ্ড : কংগ্রেস জোট (জেএমএম+কংগ্রেস)
পশ্চিমবঙ্গ : তৃণমূল কংগ্রেস
অরুণাচল প্রদেশ : বিজেপি
অসম : বিজেপি
নাগাল্যান্ড : বিজেপি জোট (এনডিপিপি + বিজেপি)
মেঘালয় : বিজেপি জোট (এনপিপি+বিজেপি)
মণিপুর : বিজেপি জোট
মিজোরাম : বিজেপি জোট
ত্রিপুরা : বিজেপি
সিকিম : বিজেপি জোট (এসএনএফ + বিজেপি)
ছত্তিশগড় : কংগ্রেস জোট
ওড়িশা : বিজেডি
তেলেঙ্গানা : টিআরএস
অন্ধ্রপ্রদেশ : ওয়াইএসআর কংগ্রেস পার্টি
মহারাষ্ট্র : কংগ্রেস জোট (শিব সেনা + কংগ্রেস + এনসিপি)
গোয়া : বিজেপি জোট
কর্ণাটক : বিজেপি
তামিলনাড়ু : কংগ্রেস জোট (ডিএমকে)
কেরল : বামফ্রন্ট
পুদুচেরি : বিজেপি জোট (বিজেপি + এআইএডিএমকে)