অশোকনগরে সিপিআইএম এর পৌরসভা চলো অভিযান সাড়া জাগালো
HnExpress নিজস্ব প্রতিনিধি, অশোকনগর ঃ শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের সিপিআইএমের শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এদিন দুপুরে প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএমের জেলা কমিটির সদস্য সত্যসেবীর নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি দল অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের হাতে ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন।
পূর্ব নির্ধারিত এই কর্মসূচিতে সব ধরনের অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা প্রস্তুত ছিল। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। তাঁরা বলেছেন শান্তিপূর্ণ অভিযানের জন্য এত পুলিশ বাহিনীর কি কোনো প্রয়োজন ছিলো? তাদের বক্তব্য, এতকিছুর মাঝে শুধুমাত্র মিলিটারি নামানোই বাকি ছিল।
এদিন সিপিএম এর পক্ষ থেকে যে সমস্ত দাবি গুলো তুলে ধরা হয় সেগুলি হলো, পৌরসভার পক্ষ থেকে এলাকার নাগরিকদের কাছে যে সমস্ত তথ্য চাওয়া হচ্ছে তার নির্দিষ্ট কারণ নাগরিকদের জানাতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে দুজন সহ নাগরিকের মৃত্যুর পরেও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সেই রকম কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
গঙ্গার পরিশ্রুত জল বাড়ি বাড়ি পৌঁছে দেবার নামে যথেচ্ছ ভাবে রাস্তা কেটে রাস্তার দফারফা কেন করা হচ্ছে। কেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। সরকারী আবাসন প্রকল্পে গরিবের টাকা বন্টন নিয়ে টালবাহানা করা চলবে না। উদ্বাস্তু মানুষদের জমির অবন্টিত দলিল যত দ্রুত সম্ভব বন্টনের বন্দোবস্ত করে দিতে হবে।
ভাতশালা মোড়ে বাস টার্মিনাল কিছুদিন চলার পরাই বন্ধ হয়ে পড়ে আছে, পুনরায় এই বাস টার্মিনাল চালু করার দাবিও জানানো হয়। পৌরসভার তিন কোটি টাকা দুর্নীতির বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এবং আদৌ এই টাকা ফেরত আসবে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়। সবশেষে বিরোধী কাউন্সিলরদের অধিকারের দাবিতে এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি জানানো হয়।
বিরোধীদের এই বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, এতদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে রাজ্যের বড় নেতা এনে প্রচার করেও এরা সেরকম লোক সমাগম করতে পারলো না। পার্টির কর্মসূচি বন্ধ রেখে তিনি এখন পৌরসভায় উপস্থিত হয়েছেন ডেপুটেশন কর্মসূচির জন্য। নাগরিকদের কাছে তথ্য চাওয়ার বিষয় নিয়ে বললেন, এটা সরকারি নির্দেশই করা হচ্ছে।
পৌরসভা এই নিয়ে কিছু বলতে পারবে না। অন্যান্য দাবি দাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ যুক্তিহীন দাবি, শুধুমাত্র এই পার্টিটাকে বাঁচিয়ে রাখার জন্য এই কর্মসূচি নিয়েছেন তাঁরা। তিনি আরও বলেন যে, পৌর প্রতিনিধিদের নজরদারিতেই প্রতিটি ওয়ার্ডেই সঠিক পরিষেবা দেওয়া হয় এবং হবে। তবে বলাই বাহুল্য সিপিএমের এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।