জেলায় জেলায় পৃথক বাণিজ্যিক আদালতের দাবী উঠলো জলপাইগুড়িতে
HnExpress অরুণ কুমার,জলপাইগুড়ি, ১১ জুন : ৭৫ লক্ষ টাকার বেশি আর্থিক মূল্য জড়িত রয়েছে এমন সব মামলার নিষ্পত্তির জন্য শিলিগুড়িতে একটি বাণিজ্যিক আদালত বা কমার্শিয়াল কোর্ট গঠন করা হবে এবং উত্তরবঙ্গের সব কয়টি জেলার মামলা সেখানেই করতে হবে। রাজ্য সরকারের এই নির্দেশের তীব্র বিরোধিতা করে আজ জলপাইগুড়ি বার এসোসিয়েশনের তরফে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হিমাচল প্রদেশের মতো উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বাণিজ্যিক আদালত গঠন করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সারা দেশে ৭৫ লক্ষ টাকার বেশি আর্থিক মূল্য জড়িত রয়েছে এমন সব মামলার নিষ্পত্তির জন্য বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় বাণিজ্যিক আদালত বা কমার্শিয়াল কোর্ট গঠন করার জন্য রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে। যদিও এখনো অব্দি সারা দেশে একমাত্র হিমাচল প্রদেশেই এটা লাগু হয়েছে।
এদিন জলপাইগুড়ির বার এসোসিয়েশনের সহ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, রাজ্য সরকার রাজ্যে কেবল ৪টি বাণিজ্যিক আদালত তৈরি করতে চলেছে এবং উত্তরবঙ্গের জন্য কেবল শিলিগুড়িতে এই বাণিজ্যিক আদালত গঠনের নির্দেশ জারি করেছে।
রাজ্য সরকারের এই নির্দেশের বিরুদ্ধে জলপাইগুড়ি বারের সদস্যরা আগামী বুধবার এক ঘণ্টার পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই পৃথকভাবে বাণিজ্যিক আদালত গঠনের দাবিতে সব জেলার আইনজীবীদের নিয়েক বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন।