সন্দেশখালি ঘটনার প্রতিবাদে মথুরাপুরে বিজেপির মৌন মিছিল
HnExpress বাবলু প্রামাণিক, মথুরাপুর : সম্প্রতি সন্দেশখালিতে হওয়া বিজেপি কর্মী সমর্থকদের নৃশংস হত্যার প্রতিবাদে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মথুরাপুরেও বিজেপির মৌন মিছিল পালন করা হল।
If U like publish any type of Advertisements Plz contact Us
সুত্রের খবর, এই মৌন মিছিলে প্রায় হাজার খানেক ব্যক্তি পা মেলান। এদিন বিকাল ৫.৩০ নাগাদ এই মিছিল শুরু হয় মথুরাপুর গ্যাস অফিসের কাছ থেকে। মিছিলের নেতৃত্ব দেন কৃষ্ণ ভঞ্জ, বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, মথুরাপুর।
For further details any queries Plz contact Us
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রণব জাতুয়া, মন্দিরবাজার বিধানসভা বিজেপি উপদেষ্টা। তবে আদ্যপ্রান্ত মিছিল ছিল শান্তিপূর্ণ। মিছিলে অংশগ্রহণকারীরা মুখে কালো ব্যাজ ও হাতে কালো কাপড় বেধে দীর্ঘ তিন কিলোমিটার পথ অতিক্রম করে মথুরাপুর থানা ঘুরে মতিকালি মোড়ে এসে শেষ করে।