রাতের অন্ধকারে ফের বীভৎস অগ্নিকাণ্ডে জ্বলে উঠল কলকাতা মহানগরী
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ
রাতের অন্ধকারে আর নিস্তব্ধতায় ফের বিধ্বংসী আগুনে জ্বলে উঠল কলকাতা মহানগরী। গতকাল রাত প্রায় ২ টো নাগাদ হাওড়া ব্রিজের পাশেই জগন্নাথ ঘাটের রাসায়নিক দ্রব্যে বোঝাই গুদামে দেখা যায় এক ভয়াবহ আগুনের লেলিহান শিখা।
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে গেল গোটা গুদাম ঘর। এদিকে সুত্রের খবর অনুযায়ী জানা যায় যে, গোডাউনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নাকি মোটেও সুবিধাজনক ছিল না, আর তাই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। গুদামের ছাদের বেশকিছু অংশ ভেঙ্গে পড়েছে লেলিহান অগ্নি শিখায়। সাথে ফাটল ধরতে শুরু করেছে গুদাম ঘরের বিভিন্ন অংশে। বীভৎস পরিস্থিতি হাওড়া ব্রিজ সহ সারা জগন্নাথ ঘাট জুরে।
For details or any queries, Plz contact Us.
গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০ টি ইঞ্জিন সহ দমকলমন্ত্রী সুজিত বোস। কিন্তু কিন্তু দাউদাউ করে জ্বলতে থাকা মাত্রাহীন এই দাবানলকে নেভানোর চেষ্টায় জল যায় দমকল বাহিনীর।
If U like publish any type of Advertisements, Plz contact Us.
অবশেষে পাশে বয়ে যাওয়া গঙ্গার থেকে পাম্প সেটের দ্বারা জল তুলে তখনও জ্বলতে থাকা আগুনকে নেভানোর ব্যবস্থা করে দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় জনাপাঁচেক আহত হলেও হতাহতের কোনো খবর নেই এখনো।
তবে দমকল সুত্রের খবর অনুযায়ী, এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েনি তারা, চলছে এখনো আগুন নিয়ন্ত্রণের লড়াই। কিন্তু এই মারাত্মক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এলাকায় এখনো ব্যাপক আতঙ্ক ছড়িয়ে রয়েছে।