তাপমাত্রা পরিবর্তনে আবহাওয়া পরিবর্তন, উত্তর থেকে দক্ষিনে থাকবে বেশ কয়েকদিন কুয়াশার দাপট —জানালো আবহাওয়া দপ্তর

0

HnExpress ১১ই ডিসেম্বর, আইভি কুমার, ওয়েদার রিপোর্ট ঃ তাপমাত্রা পরিবর্তনে আবহাওয়া পরিবর্তন, উত্তর থেকে দক্ষিনে থাকবে বেশ কয়েকদিন কুয়াশার দাপট —জানালো আবহাওয়া দপ্তর। একদিকে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনই শীতের আগমনের সাথে সাথে তাপমাত্রা কমছে। কুয়াশার চাদরের ঢেকেছে কলকাতা শহর, যা দক্ষিণের বিভিন্ন শহর হয়ে চলে গেছে রাজ্যের উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার সামান্য কমেছে তাপমাত্রা। এদিন তাপমাত্রা ছিল ২৬° ডিগ্রি, উধাও শীতের আমেজ।

ডিসেম্বর পরে গেলেও দেখা পাওয়া যাচ্ছে না শীতের, উল্টে প্রায় রোজই কুয়াশার দাপট কলকাতা মহানগরী সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে উত্তরেও কুয়াশার চাদর ক্রমশ বিস্তার করছে। শুধু রাজ্যেই নয়, অন্য রাজ্যেও এই একই ঘটনার দেখা মিলছে। এই কুয়াশার দাপট এতটাই যে, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ঘন কুয়াশাছন্ন। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে এসেছে। কোথাও কোথাও ৫০ এর কাছাকাছি। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭° ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২° ডিগ্রি বেশি।

পরশু দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮° ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২° ডিগ্রি নিচে ছিল। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮%। কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন। বেলা বাড়লে কুয়াশা কেটে গেলেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা এমনটাই থাকবে আরও পাঁচ-ছয় দিন, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় সকাল থেকেই কুয়াশা দেখা যাচ্ছে রাজ্যে। আর আগামী ৭২ ঘণ্টাতেও কুয়াশার দাপট থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, এই কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। উলেখ্য, এদিন কলকাতা বিমানবন্দরে একটি আন্তর্জাতিক বিমান কুয়াশার জন্য আটকে থাকে দীর্ঘক্ষণ সময় ধরে।

অন্যদিকে, কলকাতা থেকে পাটনা যাওয়ার প্লেন পাটনার আকাশে পৌঁছেও নামতে না পারায় ফিরে আসে কলকাতা বিমান বন্দরেই।ফলে যাত্রীদের দুর্ভোগ চূড়ান্তে। পরে যাত্রীদের রাত একটা নাগাদ বিমানবন্দরের কাছে একটি হোটেলে পাঠানো হয়। এদিন ভোর প্রায় সাড়ে পাঁচটায় আবার তাঁদের নিয়ে আসা হয় দমদম বিমানবন্দরে। তারপরেও দীর্ঘ সময়ের অপেক্ষা। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার রাতে বেঙ্গালুরু থেকে গিয়ে পটনায় নামতে না পেরে আর একটি সংস্থার উড়ানও কলকাতায় নামে।

তবে রাতেই সেই বিমানটি যাত্রীদের নিয়ে পটনা উড়ে যায়। ওই রাতে কলকাতা থেকে পটনা রওনা হয়েও সেখান থেকে মুখ ঘুরিয়ে ফিরে আসে আরও একটি উড়ান। গতকালের তুলনায় আবারও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সাথে দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশ। আগামী কয়েক দিন এই পরিস্থিতিই থাকবে। অন্যদিকে আজও দিনভর রাজ্য জুড়ে চলবে কুয়াশার দাপট।

সুন্দরবন ঘন কুয়াশার চাদরে ঢাকা। সকাল থেকে বন্ধ ফেরি চলাচল। বাসন্তী, গোসাবা, ঝড়খালি সহ বিভিন্ন ঘাটে সমস্যায় পরেছেন নিত্যযাত্রীরা। একই হাল ব্যারাকপুরেও। প্রায় সবকটি ট্রেন চলছে ধীরগতিতে। নদিয়ার সব জায়গায় একই অবস্থা। লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। বন্ধ ফেরি সার্ভিসও।
আগামী বেশ কয়েকদিন কুয়াশার দাপট থাকবে রাজ্যে। সকালে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে অবশ্য উধাও হবে শীতের আমেজ। আর কুয়াশা সরে গিয়ে বেরিয়ে পড়বে পরিষ্কার আকাশ।

আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। তবে ১৫ই ডিসেম্বরের পর থেকে কলকাতায় পারদ নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আরো জানা গেছে, যে শুক্রবার থেকে রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাতেই আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট চলবে। এদিনের কুয়াশায় দমদম ও ডায়মন্ডহারবারের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা ১০০-২০০ মিটারে নেমে গিয়েছিল বলে জানা গিয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতায় তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২° ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১° ডিগ্রি নীচে ছিল, ২৬.১° ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি।

রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার ফলে সকাল থেকেই ঘন কুয়াশা ছেয়ে রয়েছে। আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, থাকবে মেঘলা আকাশ। মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার জন্য সর্তকতা। দৃশ্যমানতা দু’শো মিটারের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply