রবিবারের বৈঠকী আড্ডা ঃ চতুর্থ ভাগ

0

HnExpress একটু অন্যরকম, দিব্যেন্দু ঘোষ ঃ ~রিনার রঙের আগুন~

তিনিই কবি যিনি অক্ষরে অনুভব বোনেন| তিনিই কবি যিনি পদ্যে রং ছড়ান| তিনিই কবি যিনি আগুনের আলপনায় স্মৃতির পাতা পল্লবিত করেন|
এমনই এক কবির সঙ্গে দেখা খোয়াইয়ের নির্জনতায়, সোনাঝুরির ছায়ায়, শ্যামবাটির শান্তস্নিগ্ধতায়|
রিনার শব্দ গল্প বলে| রবিকবির গল্প| স্বপ্নের প্রবাহে রবীন্দ্রনাথকে জড়িয়ে ধরেন জোড়াসাঁকোর অলিন্দে, শান্তিনিকেতনের নিবিড় প্রকৃতির সাথে| আবির-রঙা বসন্ত প্রেম ছড়ায়| শনিবারের অন্যহাট, খোয়াই, সোনাঝুরির বনানী, তিরতিরে কোপাইয়ের জলধারা, পূর্ণিমার চরাচর জড়ানো চাঁদের আলোয় ভরা প্রকৃতি, প্রকৃতির প্রেমময় পাঠশালার ভাললাগা ছুঁয়ে আছে রিনার কাব্যিক আখ্যানে| সাবলীল কলম| কোমল শব্দবন্ধ| পাঠকের অনুভবী মনে পরিপূর্ণতার প্রলেপ| রোমাঞ্চিত হয় বাতাস| তুমুল বৃষ্টিপাতে প্রেমজড়ানো গদ্য রচনায় পদ্য হয়ে ওঠে রিনার অগোছালো সঙ্গী|
এক কবির মুখোমুখি দাঁড়ানের সাহস আরেক কবির| সে কবি তো রিনা গিরি| দ্বিধাহীন শব্দপ্রয়োগ, লাল নীল ভালবাসা, পাঁজরে গেঁথে থাকা সুনীল, নবনীতা, পিনাকী, মৃদুল|

যেন এক সাধারণ রানি| কাব্যিক বাঙ্ময়তায় তাঁর সদর্প চলাচল তাঁকে নব্বইয়ের অন্য ঘরানার কবি করে তুলেছে| শুদ্ধ দহন, বৃত্ত ভেঙে একদিন, ছড়া দুগুণে ছড়া, শূন্যতা ছুঁয়ে, দশপাতা, স্বপ্নের কুসুম জাগে যিনি লিখতে পারেন, তিনি যখন রঙের আগুন লেখেন, তখন তারিয়ে তারিয়ে উপভোগ করতে হয় এক মরমী বিকেলকে, নরম রোদ যে বিকেলের বুকে চুম্বন এঁকে দিয়ে যায় অবিশ্বাস্য ভাললাগায়| নীল নীল জোছনার রাতে কোপাইয়ের কাছে অভিসারে বিদ্ধ হয়| লালমাটির রমণীয় সুর যেন ঝরে পড়ে রিনার প্রতিটি অক্ষরে| রিনার কলমে পুণ্যভূমি শান্তিনিকেতন হেসে ওঠে ফাগুনের ওমে|

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

রঙের আগুন পড়তে পড়তে ভাললাগার নরম স্পর্শ পাঠককে জাগিয়ে রাখে অন্য এক স্বপ্নের প্রবাহে|
রিনাই লিখতে পারেন,
স্বপ্নমাখা দুচোখে, ভুবনডাঙার মাঠ
বোশেখের রোদে জাদু ধুলো ওড়ে
শ্রাবণে বারিধারা
তোমার নাম রবীন্দ্রনাথ|
খোয়াই কোপাই, সোনাঝুরি শ্যামবাটি
বেচা-কেনার ইচ্ছেপূরণ হাট
তাহাদের রাখে মাছেভাতে বারোমাস|
চন্দন মিশ্রর মরমী প্রচ্ছদ| যোগেন চৌধুরী, দেবাশিস মল্লিক চৌধুরী এঁকেছেন রিনার রঙের আগুনে| এরা পাবলিকেশন দরদ দিয়ে প্রকাশ করেছেন| মাত্র ৬০ টাকায় রঙিন তাপের অনুভবে পাঠকজন অনাবিল উষ্ণতায় ভরে উঠবেন|

এখন থেকে প্রতি রবিবার “একটু অন্যরকম” অনুভূতির ছোঁয়া পেতে হলে চোখ রাখুন আমাদের “রবিবারের বৈঠকী আড্ডা”র পেজে। চাইলে আপনারও আপনাদের লেখা, আপনাদের চিন্তাভাবনা আমাদের ওয়েব মিডিয়া হাউসে মেল করে পাঠাতে পারেন। যাদের লেখা মনোনীত হবে তাদের লেখা নিয়ে প্রতি বরিবারের এই আড্ডা ঘরে জমিয়ে আড্ডা হবে। গল্প, কাহিনী, কবিতা, রম্যরচনা, সাহিত্যের আপডেট পেতে হলে ক্লিক করুন ‘সাহিত্য ও রম্যরচনা’ বিভাগে।

বিঃদ্রঃ ঃ— লেখা মনোনয়নের দায়িত্ব হাউসের সম্পাদকের। সম্পাদকের মনোনয়ন অনুযায়ী যার লেখা নির্বাচিত হবে শুধুমাত্র তার লেখাই পাবলিশ হবে। ধন্যবাদ, সম্পাদক।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply