রবিবারের বৈঠকী আড্ডা ঃ দ্বিতীয় ভাগ
HnExpress কবির কলমে, কবি সৃজন ঃ
আমার বাবা
।।তোমার মুখটা আজও ভাসে
আমার আবছা চোখের কোণে,
আমি তোমায় ছেড়ে আজো
ও-বা পাইনি সুখ এ মনে।তোমার রবিবারের চাওয়া
নয়কো পড়া কিবা লেখা,
তোমার গানের তালে কথা
আমার ছেলেবেলায় শেখা।তোমার দীন-দুখি সব বন্ধু
ওরা শুনতো তোমার গান,
যে গান আজ বাজে না কানে
রাখতো নিজের দেশের মান।তোমার ডাক্তারি মন সবাই
ভালো-বাসতো আপন লোকে,
হঠাৎ অচিন মারণ ধারায়
ও-বা গেলে রেখে শোকে।তোমার সফেদ সুথান-খানি
আজও ঘর করে দেয় আলো,
তোমার শান বাধানো সে-ঘাট
ও-বা আজ নেইকো ভালো।তোমার অজন্তা সেই চটি
আজও আছে সবার ঘরে,
তোমার হিমসাগরের সে গাছ
ও-বা কবেই গেছে মরে।তোমার দখিণ ঘরের দ্বারে
কতো নক্সা ছিলো আকা,
সে’বার ঢুকলো ঘরে ডাকাত
ও-বা করলো সবই ফাকা।তোমার অল্প দিনের জীবন
তবু সেবার মাঝে ছিলে,
তোমার ভালোবাসার বাধন
ও-বা হয়নি আজো পিলে।তোমার কথা আজ’কে মনে
পরে তোমার সোহাগ-শাসন,
আজতো আর দেখি না ঘরে
ও-বা তোমার কোলের আসন।বাবাদের অনেক কিছুই আছে
তবু চেয়ে খেতে চায় কণা,
এ-তো করার নেইকো গোপন
ও-বা সব ছেলে হোক সোনা।।
Dedicate to : Late Prasanta Kumar Sengupta.
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এখন থেকে প্রতি রবিবার একটু অন্যরকম অনুভূতির ছোঁয়া পেতে হলে চোখ রাখুন আমাদের “রবিবারের বৈঠকী আড্ডা”র পেজে। চাইলে আপনারও আপনাদের লেখা, আপনাদের চিন্তাভাবনা আমাদের ওয়েব মিডিয়া হাউসে মেল করে পাঠাতে পারেন। যাদের লেখা মনোনীত হবে তাদের লেখা নিয়ে প্রতি বরিবারের এই আড্ডা ঘরে জমিয়ে আড্ডা হবে। গল্প, কাহিনী, কবিতা, রম্যরচনা, সাহিত্যের আপডেট পেতে হলে ক্লিক করুন ‘সাহিত্য ও রম্যরচনা’ বিভাগে।
বিঃদ্রঃ ঃ— লেখা মনোনয়নের দায়িত্ব হাউসের সম্পাদকের। সম্পাদকের মনোনয়ন অনুযায়ী যার লেখা নির্বাচিত হবে শুধুমাত্র তার লেখাই পাবলিশ হবে। ধন্যবাদ, সম্পাদক।