রবিবারের বৈঠকী আড্ডা ঃ ত্রয়োদশ ভাগ
HnExpress একটু অন্যরকম, শুভাদিত্য ঘোষ দস্তিদার ঃ
কেন এত আলাপ আলোচনা
~~~~~~★★★★★★★~~~~~~শুনেছি সহস্রশিখা উঠেছিল বিপ্লবের বনহিপুষ্পবনে
অনুকূল ঝন্ঝাবেগে স্ফুলিঙ্গ জাগায়
বিপুল সাম্য সঙ্ঘবদ্ধ জনতার মনেএখনো বিষণ্ণ স্বদেশ রাত্রি অনশনে
পদাতিক সন্তানের দল শৃঙ্খল মুক্তির পথেউদ্বেলিত গণ-সংখ্যা দু’হাতে লুটেছে টাকা
অথচ বিবস্ত্রা নারী গ্ৰামে গ্ৰামে করে আত্মহত্যা
শ্মশানে-শ্মশানে দেখি জ্বলে
কৃষাণের কঙ্কালের চিতাসভ্যতার বর্বরতা অন্তরীক্ষে বিমানঘাঁটিতে
সমুদ্রে মাটিতে;
ফ্যাসিস্ট মরেছে বলে লোকে
ভিন্ন গোত্রে,ভিন্ন নামে এখনো রয়েছে সে
নানা ছদ্মবেশে স্বদেশে বিদেশে
এখনো বিষণ্ণ রাত্রি অনশনে বিষণ্ণ স্বদেশ
এখনো কূটতর্ক, ভিক্ষুক-বৃত্তি, মিথ্যা আলোচনা
সাম্রাজ্য-বাণিজ্য-লোভে
সুযোগের খুঁজেছি সন্ধান
কূটচালে কিস্তিমাত পরস্পর হিন্দু- মুসলমান
প্রভুদের সাধ্য নেই এই সঙ্কটের করে অবসান
না-মানিলে বৈপরীত্য, না ঘোচালে উভয়ের দাবি
ততদিন হে স্বদেশ পঙ্কে ডুবে খাও শুধু খাবি ।।