রবিবারের বৈঠকী আড্ডা ঃ দ্বাদশ ভাগ
Advertisements
HnExpress একটু অন্যরকম আড্ডা, শুভাদিত্য ঘোষ দস্তিদার ঃ
আমি শুধু এটুকু বলতে পারি
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*
রাতচরা পাখি থাকে রাতের অপেক্ষায়
থাকে তার অপেক্ষায় রাত
মিলেমিশে এক হয় তারা
রাতের রং মেখে গায়ে রাতের উৎস খোঁজে।ধূপের গন্ধ নিয়ে বসে আছে তারা
বসে আছে তারা জলশঙ্খের মতো
তফাতে খুঁজো না কোনও পার্থক্য
দূরত্বে দূরত্ব বাড়ে শুধু মনে রেখো।পোশাকে পড়েছে আলো
শরীরের ছোঁয়া নিয়ে
আলোতে জাগছে শরীর
শরীরের ছোঁয়া নিয়ে।পোশাকের চলে ফেরি
শরীরের ভাষা পড়ে
পোশাক হাঁটছে পোশাক
পোশাকের ছোঁয়া নিয়ে।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
Advertisements