Thu. Jan 23rd, 2020

রবিবারের বৈঠকী আড্ডা ঃ অষ্টাদশ ভাগ

HnExpress একটু অন্যরকম আড্ডা, দিব্যেন্দু ঘোষ ঃ

ভাঙা কলম

★~★~★~★~★

যন্ত্রণার হাতচাবিটা তুলে রাখা তেতলার ঘরে
উদরে তালার নাভিশ্বাস,
মরচে-ধরা ট্রাঙ্কে নির্জিব শয়তানের বাস
একফালি চাঁদ ঘুরে চলে বারোমাস |

ক্ষমতার যোনিবিদ্ধ আস্ফালন
তীব্র শীৎকারে ফালাফালা ঘাম
চুমুতে বিষ
রেখো না গিয়ারে হাত!

বৃষ্টির পাপে ধৌত ভূমির লাশ
শেষ নয়, এই তো শুরু
বুঝে নেব বেওয়ারিশ শূকর
কলমের ডগা নাভিতে প্রবেশ চায়

অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এবছরের পুজো পরিক্রমা ২০১৯, যারা যারা আমাদের সাথে পার্টনার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।

সঙ্গমে ওষ্ঠের কী বা দিন, কী বা রাত
জলকণায় মূর্ত বাতাস
শোকের তালিকায় নোঙরের ঘর্ষণ
সুখ-স্খলনে কে বা সময় চায়

উরুর লোমে মিশে থাকা যায়
লোমকূপে ঝড় আজ নিষ্পাপ
ছেঁড়া অহঙ্কার, অমাবস্যা কাঁপে অহমিকায়
চাকা ঘুরবেই, কবির কালিতে প্রকাশ

ঘাম, রক্ত, শ্রম,
বিনা বাধায় মেলে না পারিশ্রমিক
মুঠো খুলে দ্যাখো অযাচিত শত্রু
শরৎ মেঘে উৎসব গন্ধ আর রাত্রি।।

Leave a Reply

%d bloggers like this: