কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো কড়া নিয়ম, কি সেই নিয়ম?

0

HnExpress ওয়েবডেক্স নিউজ : সরকারি কর্মচারীদের নয়া নিয়ম বেঁধে দিলো কেন্দ্রীয় সরকার (Central Government)। জারি করা হল বেশ কিছু কঠোর নির্দেশিকা। আর সেই নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মচারীদের (Government Employees) কি কি করা উচিত বা অনুচিত। কেন্দ্র থেকে সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হলো।

এদিন সেই নির্দেশিকায় পরিস্কার ভাবে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে জানানো হয়েছে যে, সরকারি কর্মচারীরা কোনও পুরস্কার বা উপঢৌকন নিতে পারবেন না। অর্থাৎ যে পুরস্কারের ক্ষেত্রে নগদ অর্থ বা কোনও অর্থ সংক্রান্ত পরিষেবা যুক্ত আছে। গত সপ্তাহে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের কর্মিবর্গ দফতর।

‘অল ইন্ডিয়া সার্ভিসেস’ -এর (All India Services) অর্থাৎ যাঁরা সপ্তম বেতন কমিশনের আওতাধীন বেতন বা বিভিন্নরকম ভাতা পেয়ে থাকেন সেইসব সদস্যরা কোনও সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার ক্ষেত্রে এরকম কোনো পুরস্কার গ্রহণ করতে পারবে না।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট কর্তৃপক্ষের থেকে আগে কোনো অনুমোদন পেলে তবেই বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার থেকে পুরস্কার নিতে পারবেন সরকারি কর্মচারীরা (Government Employees)। যে সরকারি কর্মচারীরা (Hovernment Employees) রাজ্যে কর্মরত আছেন, তাঁদের রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে হবে।

আর সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের সচিবের থেকে অনুমোদন নিতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees)। অন্য কোনো মন্ত্রক বা দফতরের সচিবদের ক্ষেত্রে অনুমোদন দিতে পারবেন একমাত্র ক্যাবিনেট সচিব।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply