সাঁতার শিখতে গিয়ে মৃত্যু বিশেষ শারীরিক সক্ষম ছাত্রের

0


HnExpress ওয়েবডেক্স নিউজ, গোরেগাঁও : স্কুলের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল এক বিশেষ সক্ষম পড়ুয়ার (Specially abled student)। মৃতের নাম শার্দুল সঞ্জয় আরোলকার। ১৪ বছর বয়সী শার্দুল মুম্বাইয়ের (Mumbai) পূর্ব গোরেগাঁও (East Gurgaon) এর যশোধাম স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।



স্কুল সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, শুক্রবার দুপুরে পূর্ব গোরেগাঁও (East Gurgaon) এর যশোধাম হাই স্কুলের সুইমিং পুলে শার্দুল সাঁতর শিখছিল। জানা গেছে, সে শারীরিক ভাবে বিশেষ সক্ষম ছাত্র (Specially abled student) ছিল। এদিন মায়ের সাথে সাঁতার শিখতে স্কুলে এসেছিল শার্দুল।

পুলিশ সুত্রে জানা যায় যে, সাঁতারের শিক্ষক তাঁদের জানিয়েছেন, সাঁতার কাটতে গিয়ে শার্দুল হঠাৎই ক্লান্ত হয়ে পড়ে। এছাড়াও সে হাত নড়াতে অক্ষম ছিল, সম্ভবত তাই সে ডুবে যায়। এই মর্মান্তিক ঘটনাটি পুলের ধারে দাঁড়ানো ছেলেটির মা এবং তিনজন প্রশিক্ষকের একেবারে চোখের সামনেই ঘটে।



যতক্ষণে তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরে পুলে ঝাঁপ দিয়ে তাকে টেনে বের করতে সক্ষম হয়, ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে। ছেলেটিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পূর্ব গোরেগাঁও (East Gurgaon) পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply