প্রতিপক্ষকে হাড়িয়ে কমনওয়েলথে সোনা জয় সোনার মেয়ের

0


HnExpress ব্যুরো রিপোর্ট, ওয়েবডেক্স নিউজ ঃ কমনওয়েলথ গেমসে আবারও ভারতের ঝুলিতে সোনা এনে দিলো সোনার মেয়ে। মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে স্বর্ণ পদক জয় করলেন ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু। তিনি ফাইনাল ম্যাচে কানাডার প্রতিপক্ষ মিশেল লি’কে ২১-১৫ এবং ২১-১৭ তে হারিয়ে জয়ী হন।



প্রথমদিন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে দেখালেন ভারতের সোনার মেয়ে পিভি সিন্ধু। তাঁর ট্রফি ক্যাবিনেটে আরও একটি খেতাব যুক্ত হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচে তাঁর জয়ের রাস্তা কিন্তু খুব একটা সহজ ছিল না। কারণ
শারীরিক সমস্যা ও অসহ্য যন্ত্রণার কারণে সে কতটা কানাডার প্রতিপক্ষ বিরুদ্ধে লড়াতে পারবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট ধন্দে ছিল ভারত।



যদিও সব ধন্ধ কাটিয়ে তাঁর সেই স্বভাব সুলভ দাপুটে কামব্যাক তাঁকে একের পর এক সঠিক সিদ্ধান্ত নিতে এবং সময়মতো ডিফেন্স করে নিজের প্রতিপক্ষকে হারাতে বাধ্য করলো। অন্যদিকে লি বেশ কয়েকবার কামব্যাক করার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারলেন না। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৩ তে জয়ের মুকুট ছিনিয়ে নিলো তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু।

শারীরিক প্রতিকূলতাকে উপেক্ষা করে তাঁর এই জয় ব্যাডমিন্টনের ইতিহাসে এক নয়া অধ্যায়ের রচনা করলো। পিভি সিন্ধুকে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে সোনা জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply