January 21, 2025

মোবাইলের ব্যাটারি ফেটে আহত দোকান মালিক

0
Advertisements


HnExpress মৃন্ময় সাহা রায়, বারাসাত ঃ শুক্রবার বারাসাত চাঁপাডালি মোড়ের একটি মোবাইলের দোকানে ফোন রিপিয়ার করতে গিয়ে ব্যাটারি ফেটে আহত হলেন দোকান মালিক। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনার আকস্মিকতায় আশেপাশের দোকানদারও আতঙ্কিত হয়ে পরেন।

মোবাইল দোকানের মালিক জানান, তাঁর দোকান থেকে কিছুদিন আগেই এক ব্যক্তি তার মোবাইল এর ব্যাটারি চেঞ্জ করে নিয়ে যায়। সেই মোবাইলের ব্যাটারি ফের খারাপ হয়ে যাওয়ায় তিনি নিয়ে আসেন তাঁর দোকানে। আর সেই ব্যাটারী দোকানদার খুলতে গেলেই তা বাস্ট করে এই দূর্ঘটনা ঘটে যায়। দোকান মালিকের হাতে, বুকে, ঠোটে সেই ব্যাটারির আগুন ছিটে এসে পুড়ে যায়।



মুহুর্তেই দোকান ঘরটি কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। তড়িঘড়ি দোকান বন্ধ করে তাঁকে প্রাথমিক চিকিৎসা করতে নিয়ে যাওয়া হয়। পরে দোকান মালিক দোকানটি বন্ধ করে বাড়িতেই আছেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন বলে জানান।

Advertisements

Leave a Reply