January 23, 2025

পীরজাদা নওশাদ সিদ্দিকীর জামিন না মঞ্জুর, পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ হাজার চেষ্টা করেও ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর জামিন না মঞ্জুর করলো আদালত। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।

বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ধৃত দলীয় কর্মীদের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক। আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। নওশাদদের হয়ে বুধবার জামিনের আর্জি জানিয়েছিলেন তাদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।



কিন্তু বিচারক সেই আর্জি খারিজ করে দিয়েছেন। গত ২১শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফের কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে আইনি ধারায় নওশাদ-সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে এক জন নাবালকও ছিল।

তাঁদের আদালতে হাজির করানো হলে বিচারক ১লা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। এবার তাঁদের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারপতি।

Advertisements

Leave a Reply