December 11, 2024

স্বামীর মুখে অ্যাসিড ছুড়ে জখম করলো স্ত্রী

0
Wife Throws Acid On Husband 380x214
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তরপ্রদেশ ঃ পারিবারিক অশান্তির জেরে চরম সিধান্ত, স্বামীকে অ্যাসিড ছুড়ে মোক্ষম আঘাত করলো স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর শহরে। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই স্ত্রীকে আটক করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, শনিবার রাতে কানপুরের কুপারগঞ্জে ডাব্বু ও পুনমের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়।

আস্তে আস্তে বাকবিতণ্ডা এমন পর্যায় পৌঁছে যায় যে, ঝগড়ার মাঝে হঠাৎই ডাব্বুর মুখে অ্যাসিড ছুড়ে মারে পুনম। স্থানীয় এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জবানবন্দিতে পুলিশকে ডাব্বু জানিয়েছেন, এদিন রাতে পুনম বেশ দেরি করে বাড়ি ফেরায়, তাঁকে কিছু প্রশ্ন করেছিলেন তিনি।



আর সে বিষয় জিজ্ঞাসাবাদের জেরেই বিরক্ত হয়ে চেঁচামেচি শুরু করেন পুনম। অশান্তি চরমে উঠতেই হটাৎ বাথরুম থেকে অ্যাসিড এনে তাঁর মুখে ছুড়ে মারে পুনম। খুনের চেষ্টার অপরাধে পুনমকে আটক করেছে পুলিশ। চিকিৎসা চলছে ডাব্বুর।

Advertisements

Leave a Reply