December 11, 2024

নাকশা গ্রামের নাকশা মন্দির প্রাঙ্গণে শুরু এক বিরাট মেলা

0
Image Editor Output Image167978821 1674244834424
Advertisements


HnExpress মৃন্ময় সাহা রায়, দত্তপুকুর ঃ দত্তপুকুর থানার অন্তর্গত নাকশা গ্রামে, মাতৃ সাধক স্বপন সাধুর নাকশা সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতীমাতা তারা মায়ের মন্দিরের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার ১৬ই জানুয়ারি বাৎসরিক অনুষ্ঠান সহ শুরু হয়েছে মেলা। যা শেষ হবে ২২শে জানুয়ারি। এই অনুষ্ঠান চলবে আগামী ৭ দিন ধরে।

মাতৃ সাধক স্বপন সাধু দীর্ঘ ৫৮ বছর নাকশা মহাশ্মশানে সাপ, শৃগাল, শকুন ও জঙ্গল এর মধ্যে মাতৃ সাধনায় তাঁরা মায়ের সিদ্দি লাভ করেন এবং তাঁরা মায়ের আদেশে এই সর্বমঙ্গলা মঙ্গলময়ী সতী মাতা তাঁরা মায়ের মন্দির নির্মিত হয় বলে জানান তিনি। এই নাকশা মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে আগামী ২১শে জানুয়ারি।



এই বাৎসরিক পুজো ঘিরে নাকশা গ্রামের নাকশা মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে বিরাট মেলা। এই মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে আর ভিড় জমাচ্ছে। নাকশা মন্দিরের বাৎসরিক পুজো ও মেলা ঘিরে এলাকাবাসী এবং সাধারণ মানুষের উদ্দীপনা বেশ চোখে পড়ার মতো।

এছাড়াও বিশেষ আকর্ষণ মেলা, যেখানে রয়েছে ছোট থেকে বড় সবার জন্য নাগর দোলনা, রয়েছে ছোটদের গাড়ি চরার ব্যবস্থা। পাশাপাশি রকমারি খেলনার দোকান ও বিভিন্ন খাবারের স্টল তো রয়েছেই। মেলা সহ মন্দিরের বাৎসরিক পুজোতে উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।

Advertisements

Leave a Reply