September 9, 2024

২১০০ জন কৃষকের ঋণ শোধ করলেন গরিবের শাহেনশাহ অমিতাভ বচ্চন

0
Advertisements

HnExpress রূপা বিশ্বাস, কলকাতা ঃ তিনি শুধু একজন ভালো অভিনেতাই নন। তিনি একজন খুব ভালো মনের মানুষও বটে। আর সেই মানুষটি অর্থাৎ বলিউড এর একজন বিখ্যাত ব্যাক্তিত্ব শাহেনশাহ অমিতাভ বচ্চন বহুবার গরিব কৃষকদের পাশে থাকার কথা দিয়েছিলেন। আর সেই কথা অনুযায়ী এদিন, ২১০০ জন কৃষকের ঋণ শোধ করে তাঁদের মুখে হাসি ফোটালেন বিগ-বি। তিনি শুধুই অভিনয় জগতেই নয়, তিনি সত্যিকারের গরীব মানুষদের কাছে শাহেনশাহ।

সূত্র অনুসারে, বলিউডের শাহেনশাহ নিজের ব্লগে পোস্ট করে জানান, তিনি বিহারের ২১০০ কৃষকদের ব্যাংক থেকে নেওয়া ঋণ এর দায়ভার নিজ দায়িত্বে শোধ করেছেন। গত বুধবার শাহেনশাহ নিজভবনে তার মেয়ে শ্বেতা বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক ওই সমস্ত ঋণী ভুক্তভোগী কৃষকদের হাতে তুলে দেন। এবং তারই কয়েকটি ছবি তিনি নিজের ব্লগেও আপলোড করেন।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এদিন বিগ-বি বললেন, গরীব কৃষকদের ঋণ শোধের জন্য এই চেক আমি তাদের উপহার স্বরূপ দিয়েছি। তথ্য অনুযায়ী জানা যায়, গতবছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণ শোধ করেছিলেন এই শাহেনশাহ। আর শুধু তাই নয় পুলওয়ামা কান্ডে মৃত জওয়ানদের পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করেছিলেন তিনি। এবং আগামী দিনেও এই ভাবে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলিউড খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন, যাকে সবাই বিগ-বি বলেও জানে।

Advertisements

Leave a Reply