মধ্যমগ্রাম পৌরসভার পরিচালনা ও অগ্নিবীণার সহায়তায় “রবীন্দ্র নজরুল সন্ধ্যা” ২০১৯
HnExpress রূপা বিশ্বাস, মধ্যমগ্রাম ঃ
গত ১লা আষাঢ়, মানে ১৭ই জুন মধ্যমগ্রাম পৌরসভার পরিচালনায় এবং উপস্থাপনায় ও অগ্নিবীণার সহায়তায় আয়োজন করা হয় এক “রবীন্দ্র-নজরুল সন্ধ্যা” ২০১৯। বিগত প্রায় ১৫ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান কর্মসূচি। তাই প্রতিবছরের ন্যায় এবছরও সুসজ্জিত ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন পুর পারিষদ তথা পুর পিতা অরবিন্দ মিত্র।
এদিন এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা পৌরপ্রধান রথীন ঘোষ মহাশয়, পুরপরিষদ অরবিন্দ মিত্র, প্রহ্লাদ দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের পুর মাতাগন এবং উপস্হিত ছিলেন আরও বিভিন্ন বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
এদিন উৎসব মঞ্চে পৌরপ্রধান রথীন ঘোষ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সমগ্র অনুষ্ঠানের দায়িত্বভার পুর পারিষদ অরবিন্দ মিত্রের হাতে অর্পণ করে অনুষ্ঠান আরম্ভের জন্য অনুমতি প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে সংগীত ও আবৃৃৃত্তি পরিবেশন করে সঙ্গীতানুষ্ঠানটি শুরু করেন আগত বিভিন্ন শিল্পীরা।
এছাড়াও এদিন অনুষ্ঠানে একে একে সংগীত পরিবেশন করেন শাহানা বক্সী, ইন্দ্রাণী সেন সহ বিশিষ্ট শিল্পীরা। খুব সুন্দর এবং সুষ্ঠ ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দীর্ঘ ১৫ বছর ধরে এই অনুষ্ঠান চলছে এবং আগামী দিনে একই ভাবে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চিত্র ঃ ইন্দ্রাণী সেনগুপ্ত।