September 12, 2024

শহর কলকাতায় অনুষ্ঠিত হলো ASA সিজন থ্রী “কিডস টিনেজার মিস্টার এন্ড মিস ইন্ডিয়া ২০২৩”

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ “ASA” হলো এমন একটি সংস্থা যা ফ্যাশন সপ্তাহ এবং সৌন্দর্য প্রতিযোগিতার মতো বিভিন্ন ধরনের ফ্যাশন ইভেন্টের (Fashion Event) আয়োজন করে থাকে।

যার মূল প্রতিষ্ঠাতা তথা কর্ণধার হলেন মিস ইন্ডিয়া খাদি, ২০২১ Miss India Khadi, 2021), অনুষ্কা ঘোষ (Anushka Ghosh)। সম্প্রতি ১১ই জুন ফার্ন রেসিডেন্সি এএসএ-তে (ASA) তাদের ৩য় সিজন “কিডস টিনেজার মিস্টার এন্ড মিস ইন্ডিয়া ২০২৩” অনুষ্ঠিত হয়।

যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা (Competitor) অংশগ্রহণ করেছিল। তাঁদের মধ্য থেকে যাঁরা বিজয়ী হয়েছিলেন, সেই সমস্ত প্রতিযোগীদের নিয়ে ৪ঠা জুলাই শহর কলকাতায় (City Of Kolkata) একটি ফটোশুটের আয়োজন করা হয়।

ASA -এ ফ্যাশন শিল্পে আগত নতুন প্রতিভাদের (Competitors) বিভিন্ন সুযোগ প্রদান করে থাকে এবং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র প্রতিভাবান শিল্পীদেরকেই (Talented Artists) সুযোগ করে দেওয়া হয়।

Advertisements

Leave a Reply