মুক্তি পেয়েই দর্শকদের মন জয় করে নিল মায়া, বললেন পরিচালক
HnExpress সৃজিতা পাইন, কলকাতা : ম্যাকবেথ (Macbeth) থেকে গৃহীত একটি গল্পকে ‘মায়া’ (Maya) নামে বাংলা চলচ্চিত্রে এক অসাধারণ রূপায়ন ঘটালেন পরিচালক রাজর্ষি দে (Rajshri De, Director)। এই গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র এবং সাবপ্লট সহ এই চলচ্চিত্রটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা ও নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে তাদের মতো আচরণ করতে পরিচালিত করে তারই বার্তা দিয়েছেন ছবির পরিচালক (Director)।
বাংলা সিনেমার জগতে বিশিষ্ট ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) ম্যাকবেথের এক অন্যতম রূপান্তর হল “মায়া”। যদিও আমরা আগেও এর রূপান্তর স্বরূপ “মন্দার” দেখেছি, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তাই বলাই যায় এই ছবিটি বাংলা চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় ম্যাকবেথের (Macbeth) প্রথম সফল রূপান্তর।
আজ শহর কলকাতার সাউথ সিটি মলের আইনক্স (INOX) প্রেক্ষগৃহে চলচ্চিত্রের সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের উজ্বলময় উপস্থিতিতে চলচ্চিত্রটির অফিসিয়ালি গ্র্যান্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস (DSR Entertainment House) দ্বারা উপস্থাপিত এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জী প্রযোজিত এই ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলা সহ বাংলার অন্যতম ১৯ জন শীর্ষ অভিনেতা এবং অভিনেত্রীরাও রয়েছেন।
যদিও ভারতের টলিউড ইন্ডাস্ট্রিতে এটাই মিথিলার (Mithila, Actress) প্রথম বাংলা চলচ্চিত্র। প্রিমিয়ার শো’তে উপস্থিত ছিলেন মিথিলার স্বামী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি (Sreejith Mukherjee, Director)। রাজর্ষি দে পরিচালিত, “আবার কাঞ্চনজঙ্ঘা”র বিশাল সাফল্যের পর এটি তাঁর পরবর্তী মুক্তিপ্রাপ্ত ছবি। চলচ্চিত্রটি বর্তমানে নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গিকে নিয়ে নির্মিত বলে জানান পরিচালক।
এই চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা সহ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনিনিকা ব্যানার্জী, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা ব্যানার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা।
এছাড়াও রয়েছেন বিশিষ্ট অভিনেতা কমলেশ্বর মুখার্জি, রাহুল চক্রবর্তী, গোয়েন্দার চৌধুরী, অরুণোদয় ব্যানার্জী, অনিন্দ্য চ্যাটার্জি, ইশান মজুমদার, রোহিত ব্যানার্জী, অসীম রায় চৌধুরী এবং কান সিং সোধা। বলাই বাহুল্য প্রত্যেকের অভিনয় ছবিটিতে আলাদা মাত্রা যোগ করেছে।
এদিনের প্রিমিয়ারে সাংবাদমাধ্যমকে পরিচালক রাজর্ষি দে (Rajshri De, Director) বলেন, “এটি এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চলচ্চিত্র ছিল। কিন্তু আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান বলে মনে করি, কারণ আমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে কাজটা করার সুযোগ পেয়েছি।
যা কাজটিকে ভালো ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ছবিতে আমি আমার দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে, নারীবাদ মানেই নারীকে শক্তিশালী করা নয়। মহিলারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী, বিশ্ব তথা মানব সমাজের কাছে সেই শক্তির আধারকে বোঝানোর উপায় নিহিত রয়েছে এই ছবির মধ্যে।”
‘মায়া’ (Maya) চলচ্চিত্রের স্ক্রিপ্টটা লিখেছেন ইবং ইপসিতা ও রাজর্ষি দে। আর প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জি। ছবিটির গানে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য এবং আবহ সঙ্গীতে রয়েছেন রূপঙ্কর, সোমলতা এবং উজান। সারেগামাপা এর মঞ্চে এই চলচ্চিত্রের সঙ্গীত আসতে চলেছে। ছবিটি ৭ই জুলাই, ২০২৩-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেল, যা অবশ্যই দর্শকদের মন জয় করবে তা বলাই বাহুল্য।