রানিতলা থানা উদ্যোগে পালিত হলো “Carefully run, Save lives” কর্মসূচি

0

HnExpress তৌসিফ ইকবাল, ভগবানগোলা, রানিতলা ঃ আজ সোমবার রানিতলা থানার উদ্যোগে নসীপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল বিষয়ই ছিল “LifeCarefully run, Save lives”” অর্থাৎ “জীবন বাঁচান গাড়ী আসতে চালান।” থানার মেজোবাবু গদাধর ঘোষালের কথায় একমাত্র যুব সমাজ বা ছাত্র ছাত্রীরা যে পারে সমাজকে পরিবর্তন করতে তারই নিদর্শন আজকের এই কর্মসূচি।

একমাত্র এদের মাধ্যমেই সম্ভব এলাকার এই সাধারণ মানুষ গুলিকে গাড়ী আসতে চালানোর কথা বলে বোঝানো, মদ্যপান করে গাড়ি না চালানো এবং মাথায় অবশ্যই হেলমেট পরে গাড়ি চালানো বিষয় সতর্ক করা। তাই এই সচেতনতা শিবির ছাত্র ছাত্রীদের মাধ্যমেই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন মেজবাবু আরো জানান, আজকের এই প্রোগ্রামে আমরা ছাত্র ছাত্রীদের কাছ থেকে অভূত পূর্ণ সাড়া পেয়েছি।

এবং এর সঙ্গেই ছাত্র ছাত্রীরা আজ শপথ গ্রহণ করেছে যে তারাও গাড়ি আসতে চালাবে, সঙ্গে গাড়ি চালানোর সময় হেলমেট মাথায় দেবে এবং রাস্তা পার হওয়ার সময় চারিপাশে তাকিয়ে ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার করবে। আর এই কাজ শুধু তারা নিজেরাই করবে না, তারা এই কাজ গুলো বাড়ির বড় দাদা, দিদি, বাবা, কাকা ও ছোটো ছোট ভাই বোনেদেরকে ও পাড়াপ্রতিবেশিকেও করার জন্য জানাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় আজ।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply