SDPI -এর ডাকে আজ ৮ই জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ধিক্কার মিছিল করতে দিলনা প্রশাসন
HnExpress জিয়াউল হক, রঘুনাথগঞ্জ :
SDPI-এর ডাকে আজ ৮ই জুলাই, সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া ধিক্কার মিছিল করতে দিলনা জঙ্গিপুর থানার প্রশাসন। SDPI সুত্রে খবর আজ দুপুরে রঘুনাথগঞ্জ থানার IC একটি সর্বদলীয় বৈঠক করেন এবং আগামি কিছু দিন কোন মিটিং, মিছিল খোলা মাঠে করতে দেওয়া হবেনা বলে নির্দেশ জারি করেন।
তাদের কারন জিজ্ঞাসা করলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামি কাল ধুলিয়ানের সামসেরগঞ্জে ধিক্কার মিছিল থেকে বেশ কিছু হিন্দু দোকানদের ওপর চড়াও হয় বিক্ষিপ্ত জনতা। যার ফলে কিছক্ষণের মধ্যেই রণক্ষেত্রে পরিনিত হয় গোটা সামসেরগঞ্জ। যার ফলে সেদিন থেকে সমস্ত পুলিস আধিকারিকরা সেখানেই পোস্টিংয়ে আছেন।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
যদিও প্রশাসনের এই সর্বদলীয় বৈঠক একটি চক্রান্ত বলেই মনে করছেন জঙ্গিপুর যুব মোর্চা মঞ্চের সাধারণ সম্পাদক রাজু সেখ। SDPI-এর জঙ্গিপুর বিধান সভার সম্পাদক জাকির হোসেন জানান তারা চুপ করে বসে থাকবেন না আগামি দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন। এই মর্মে তারা চিঠিও জমা করেন এসডিও ও থানাকে এ্যড্রেস করে।