December 10, 2024

আবারও বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির

0
Image Editor Output Image 1217636896 1649188390867
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ আবারও বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। মাছ কিনে আর বাড়ি ফেরা হলো না। রাস্তায় বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বামন গোলা থানার পাথরপাড়া এলাকায়। জানা যায়, মৃত ব্যক্তির নাম নীল চাদা রজক (৫৭)। বাড়ি বংশীহারী থানার দেওয়ালদহ এলাকায়।



জানা যায়, রবিবার রাত্রে স্থানীয় পাথরপাড়া এলাকায় নালাগলা হাটে মাছ কিনতে গিয়েছিলেন মৃত ব্যক্তি। মাছ কিনে বাড়ি ফেরার পথেই বজ্রঘাতে তাঁর মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে। সোমবার মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Advertisements

Leave a Reply