November 7, 2024

বেহালায় পাইপের মধ্য থেকে উদ্ধার হলো এক মৃতদেহ, চাঞ্চল্য ছড়াল এলাকায়

0
Advertisements

HnExpress ১২ই মার্চ, জয় গুহ, বেহালা ঃ বেহালা পর্ণশ্রীর বিজি প্রেসের কাছে পাইপের মধ্য থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তির মৃতদেহ৷ গতকাল সকালে স্থানীয়রা এক ব্যক্তির পচাগলা দেহ দেখতে পান পাইপের মধ্যে৷ তারপর সেখানকার স্থানীয়রাই খবর দেন পর্ণশ্রী থানায়৷ কিভাবে পাইপের ভিতরে মৃতদেহ এল তা তদন্ত করে দেখছে পুলিশ৷

পুলিশ সূত্রের খবরে জানা গেছে যে, মৃত ওই ব্যাক্তির নাম সুদীপ গোস্বামী৷ সুদীপবাবু ওই এলাকারই বাসিন্দা ছিলেন৷ সম্প্রতি তাঁর কিছু মানসিক সমস্যা দেখা গিয়েছিল৷ মাঝে মধ্যেই ভবঘুরের মত বাড়ি থেকে বেরিয়ে পড়তেন তিনি৷ কিন্তু ঘুরে বেড়াতেন এলাকার মধ্যেই৷


জনস্বার্থে প্রচারিত।

তবে হঠাৎ কী করে তিনি মারা গেলেন, বা কী করে তাঁর মৃতদেহ পাইপের মধ্যে এল তা নিয়ে ধন্দে রয়েছে পর্ণশ্রী থানার পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷

 

Advertisements

Leave a Reply