বর্ষবরণের প্রাক্কালে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনায় স্বস্তির নিশ্বাস শহরবাসীর
HnExpress ওয়েদার রিপোর্ট ঃ মঙ্গলবার সকাল থেকেই কখনো মেঘ কখনোবা রৌদ্র খেলা করছে দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে। আর চৈত্রের সেই শেষের পড়ন্তবেলায় প্রখর রোদে হাঁসফাস অবস্থা শহরবাসীর। দুয়ারে আসন্ন নববর্ষ, আর এমন পরিস্থিতির মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর তরফে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় রয়েছে ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে যে, আগামী বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর এছাড়াও বুধবার থেকে বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদে। যদিও এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ সামান্য হলেও বাড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে গত এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত দুদিন ধরে কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলা বৃষ্টির প্রভাবে হয়েছে ক্ষয়ক্ষতি, ভেঙেছে বহু ঘরবাড়ি। চাল ফুটো হয়ে বইপত্র নষ্ট হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর।
তবে এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়়বে না আপাতত, এমনটাই দাবি আবহাওয়াবিদদের। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোনও হেলদোল হবে না বলেই জানা গিয়েছে। তবে এত কিছুর মধ্যেও এটাই স্বস্তি যে হাঁসফাঁস গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে বাংলার বর্ষবরণ জমে উঠবে।