September 8, 2024

এ রাজ্যে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’—

0
Advertisements


HnExpress অরুণ কুমার, ওয়েদার রিপোর্ট ঃ রোদের দাপটে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। সিতরাং, আম্ফান ফণী, বুলবুল, ইয়াসের মতো ২১ মার্চ তাণ্ডব করতে এ রাজ্যে ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়। তবে পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে রয়েছে ঘূর্ণিঝড়, তাই তেমন কিছু প্রভাব পড়তে নাও পারে। তবে ২২ তারিখ রাজ্যের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা আছে। আর তাপমাত্রা বাড়ার কারণে, গ্রীষ্মের দাবদাহ থাকবে। বেলা বাড়লে বাড়বে তাপমাত্রাও।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি রাজ্যের সমস্ত জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। পরিবর্তন হবে না রাতের তাপমাত্রাও। আজ রবিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে।

আগামীকাল সোমবার এটি আরও উত্তরের দিকে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জে। তারপর উত্তর-পূর্ব দিকে গিয়ে মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর ২২ তারিখ নাগাদ পৌঁছবে বলে অনুমান মৌসম বিভাগের। চৈত্রের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় অশনি, কতটা বিধ্বংসী সেটা? আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বাংলায় কী প্রভাব পড়তে পারে? চলুন জেনে নেওয়া যাক অতীতের কথা থেকে।

এদিকে ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৮৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে মার্চে বঙ্গোসাগরে ছ’টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। আরব সাগরে সেরকম ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল দুটি। ১৯০৭ সালে শ্রীলঙ্কার উপকূল পার করেছিল একটি ঘূর্ণিঝড়। তারপর ১৯২৬ সালে আরও একটি ঘূর্ণিঝড় তামিলনাড়ুর উপকূল পার করেছিল। এবার ঘূর্ণিঝড় ‘অশনি’ আন্দামান উপকূল পার করতে পারে, এমনই পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।



জানা গিয়েছে ,দীর্ঘ ১২৯ বছরের ইতিহাসে মার্চ মাসে বঙ্গোপসাগর এবং আরব সাগরে আটটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। ছ’টি সমুদ্রেই বিলীন হযে গিয়েছিল। দুটি ঘূর্ণিঝড় উপকূল পার করেছে। যা শেষবার হয়েছিল ১৯২৬ সালে। অর্থাৎ আন্দামান উপকূল পার করলে ৯৬ বছর পর আবারও সেই কাজটা করতে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। সাধারণত এপ্রিল এবং মে মাসে উত্তর ভারতীয় মহাসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হয়।

নাম গোপন রাখার শর্তে ভারতীয় মৌসম ভবনের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ‘জলবায়ুগত ভাবে ঘূর্ণিঝড়ের মরশুম নয় মার্চ মাস। যার সঠিক সময় হল এপ্রিল এবং মে মাসে। কারণ মার্চে সাগর ঠান্ডা থাকে।’ আর মার্চে সূর্যের বিকিরণ বেশি হয় না বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবনের আধিকারিক। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা রবিবার ২০ মার্চ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

পরদিন অর্থাৎ সোমবার ২১ মার্চ তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। রবিবার থেকে সোমবার পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল বরাবর উত্তর দিকে যেতে পারে সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়। তারপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালের দিকে তা বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের কাছে পৌঁছাতে পারে।

ব্রিটেনের রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহবিদ অক্ষয় দেওরাস টুইটারে বলেছেন, ‘যদি পূর্বাভাস মিলে যায়, তাহলে প্রথম ঘূর্ণিঝড় হিসেবে মার্চে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অশনি।’ কমপক্ষে শেষ ১৩২ বছরে এই এলাকায় একটিও ক্রান্তীয় ঘূর্ণিঝড় মার্চে আছড়ে পড়েনি।’ যদিও পরিস্থিতি মোকাবিলায় এ রাজ্যের উপকূল এলাকায় যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনিক সুত্রের খবর। এখন দেখার বিষয় আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় ঠিক কি আকার ধারণ করতে চলেছে!

Advertisements

Leave a Reply