November 8, 2024

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার কাজীগ্রামের পড়ুয়া

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদার পড়ুয়া। শনিবার রাতেই শতাব্দি এক্সপ্রেস করে মালদা রেল স্টেশনে নামেন মালদার ইংলিশ বাজারের কাজিগ্রাম অঞ্চলের নওদা বাজারের বাসিন্দা ইউক্রেন পড়ুয়া সোহন হালদার। ছেলেকে কাছে পেয়ে আপ্লুত পরিবার। মালদা রেল স্টেশনে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর পিতা।

গত ১১দিনের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফেরায় ওই ডাক্তারি পড়ুয়াকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান কাজিগ্রাম অঞ্চলের বাসিন্দারা। এই ভয়াবহ যুদ্ধের বিষয়ে ওই পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অভিজ্ঞতা এবং কিছু সাক্ষীর কথা তুলে ধরেন আমাদের সংবাদমাধ্যমের প্রতিনিধির কাছে।



পলকে পলকে সাইরন বাজলেই বাংকারের ভেতর ঢুকে যেতে হত। বাইরে বেড়িয়ে দেখতো বন্দুকধারী সকলে ঘোড়াঘুড়ি করছে। সেই সময়টা খুব ভয় লাগতো। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেও৷ সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পেরেছেন এটাকেই পরম ভাগ্য বলে মনে করেন সোহম ও তাঁর পরিবার।

Advertisements

Leave a Reply