বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
HnExpress শিখা দেব, কলকাতা ঃ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমি ফাইনালে বৃহস্পতিবার ইডেন উদ্যানে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া তিন উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে পৌঁছে গেলো। রবিবার ফাইনাল খেলা হবে আমেদাবাদে। তবে এদিন দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ২১২ রান করে নেয়।
মুলার বুক চিতিয়ে লড়াই করে একশত রান করেন। ২১৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বেশ কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা যদি এতো ক্যাচ মিস না করতেন তাহলে ম্যাচের চেহারা বদলে যেতো। যদিও শেষ পর্যন্ত জয়ের রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এবারেও ফাইনাল খেলা হলো না।
আর অস্ট্রেলিয়া দল ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো। তবে ভারতও তৃতীয়বারের জন্যে সেরা হতে চাইবে ঘরের মাটিতে তা বলাই বাহুল্য। আর তা যদি সত্যিই হয় তাহলে টানা এগারো ম্যাচে অপরাজিত থেকে বিশ্ব সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত।