January 23, 2025

সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার ব্যর্থতা নিয়ে চিন্তিত ক্রীড়ামন্ত্রী

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ এবারের সন্তোষ ট্রফি ফুটবলে চরম ব্যর্থ বাংলা দলের। এই বিষয়ে অতন্ত চিন্তিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার ক্রীড়া দপ্তরে আই এফ এ-র সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, সভাপতি সৌরভ পাল এবং স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্রীড়ামন্ত্রী।

এদিন বিস্তারিত আলোচনার মাধ্যমে মন্ত্রী জানতে চান এই ব্যর্থতার পিছনে ঠিক কী কারণ লুকিয়ে রয়েছে? আর ফুটবলের উন্নতিতে কী কী করা যায় তার একটা রূপরেখাও তৈরি করতে অনুরোধ করেন মন্ত্রী।

আরও বেশকিছু পরামর্শও দেন তিনি। সমস্ত ব্যাপারটা লিখিত ভাবে আই এফ এ -কে জমা দিতে অনুরোধ করেন মন্ত্রী। তিনি বলেন, আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে, সন্তোষ ট্রফি বলতেই বাংলার জয় কিন্তু নিশ্চিত হওয়া চাই।

Advertisements

Leave a Reply