January 15, 2025

সবুজ মেরুন শিবিরে আবার কোচ হিসেবে ফিরে এলেন সঞ্জয় সেন

0
Advertisements

~~ সবারে করি আহ্বান ~~



HnExpress শিখা দেব, কলকাতা ঃ আবার কোচ হিসেবে সঞ্জয় সেনকে দেখতে পাওয়া যাবে মোহনবাগান দলে। তবে তিনি এবার যুব দলের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। এর আগে সঞ্জয় সেন সিনিয়ার দলের কোচ ছিলেন। তখন কলকাতা লিগ সহ আই লিগ এবং ফেডারেশন কাপ এনে দিয়ে ছিলেন মোহনবাগানকে।

তিনি এ টি কে মোহনবাগান দলের সহকারী কোচও ছিলেন। তার আগে সঞ্জয় সেন ছিলেন ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ। কোচ নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, খুব ভালো লাগল, আগামীদিনের নব ফুটবলারদের প্রশিক্ষণ দিতে পারবো। এদিকে কলকাতা ফুটবল লিগ খেতাব জয়ী মহামেডান স্পোর্টিং আই লিগে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলো।



গকুলাম কেরালের কাছে ০-১ গোলে হেরে যায় সাদা কালো শিবির। সন্তোষ ট্রফি ফুটবলে বাংলা দলের কোচ হয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জাতীয় গেমস ফুটবলে সোনা জয়ী বাংলা দলের কোচ। ইস্টবেঙ্গল জয় পেলো ১-০ গোলে বেঙ্গালুরুর এফ সি’র বিরুদ্ধে।

Advertisements

Leave a Reply